হঠাৎ এরকম একটি কলম আবিষ্কার কেন? উত্তরে সংবাদ সংস্থা এএনআইকে মুজফ্ফর জানাল, ‘আসলে সম্প্রতি এক পরীক্ষায় আমি কম নম্বর পাই, অল্প লিখে আসার জন্য ৷ পরীক্ষায় লেখার সময় বুঝতেই পারেনি যে কম লিখে ফেলেছি ৷ তারপর থেকেই মাথায় ঘুরছিল, কী করে এই সমস্যার সমাধান করা যায় ৷ এই কারণেই কাউন্টিং কলম তৈরি করার ভাবনা মাথায় আসে ৷ ’
advertisement
আরও পড়ুন
বদলি নিয়ে ক্ষোভ, নিখোঁজ হওয়া ভারতীয় সেনা যোগ দিলেন হিজবুলে
মুজফ্ফরের আবিষ্কার করা এই কলমের মাথায় লাগানো রয়েছে একটি ছোট্ট স্ক্রিন ৷ সেই স্ক্রিনেই ফুটে উঠবে শব্দের সংখ্যা !
মুজফ্ফর জানালেন, ‘ন্যাশনাল ইনোভেশন এক্সিভিশনে’ প্রদর্শিত হবে ৷ তবে মে মাসেই বাজারে পাওয়া যেতে পারে এই কাউন্টিং কলম !
advertisement
Location :
First Published :
April 17, 2018 2:15 PM IST