আরও পড়ুন: স্কুলে শিক্ষকদের প্রকাশ্যে ধূমপান বা যে কোনওরকম নেশা বরদাস্ত নয়
মুলান্দ পুলিশ স্টেশনে একদিনের জন্য পুলিশ হল অর্পিত ৷ আর সেই সমস্ত ব্যবস্থা খোদ মুম্বই পুলিশই উদ্যোগ নিয়ে করল ৷ অর্পিতের জন্য তৈরি করা হল বিশেষ পুলিশের পোশাক ৷ সেই পোশাক পড়ে সাব ইনস্পেকরের কুর্সিতে বসে সুন্দর পোজ দিয়ে ছবিও তুলল অর্পিত ৷ মুম্বই পুলিশ তাদের সোশ্যাল সাইটে সেই ছবি টুইটও করে ৷
advertisement
advertisement
অবশেষে, নিজের স্বপ্নপূরণে যারপরনাই খুশি অর্পিত ৷ তাই তার এই বিশেষ দিনটি ভালো করে সেলিব্রেট করার জন্য কেক কাটারও আয়োজন করা হয় ৷ ক্যান্সার রোগে আক্রান্ত অর্পিতের স্বপ্নপূরণে এহেন উদ্যোগের পরই সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে মুম্বই পুলিশও ৷
আরও পড়ুন: ফেসবুক বিতর্কে নজরে কেমব্রিজ অ্যানালিটিকা, সংস্থাকে নোটিস পাঠাল কেন্দ্র
advertisement
Location :
First Published :
March 24, 2018 2:03 PM IST