আরও পড়ুন: আলিপুর জেলে ভূতের উপদ্রব, ফাঁসির মঞ্চ, হাসপাতালে শোনা যাচ্ছে পায়ের আওয়াজ !!!
২০১৬ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় এদের নিয়োগ করা হয়েছিল ৷ সম্প্রতি ডিব্রুগড় পুলিশ Assam Civil Service (ACS), Assam Police Service (APS) আধিকারিকদের হাতের লেখার পরীক্ষার জন্য ডাকা হয়েছে ৷ তাতেই দেখা যায় পরীক্ষার পেপারের হাতের লেখার সঙ্গে অনেক আধিকারিকের হাতের মিল মেলেনি ৷
advertisement
আরও পড়ুন: অসুস্থ কিশোরের চিকিৎসায় তৎপরতা, কলকাতায় দ্রুত পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করে দিল পুলিশ
রাকেশ পল যেখন APSC এর চেয়ারম্যান ছিলেন তখন এই নিয়োগ করা হয় ৷ বুধবার ১৩জন ACS আধিকারিক, ৩ জন APS আধিকারিকও ৩ জন আধিকারিককে গ্রেফতার করা হয়েছে ৷
আরও পড়ুন: লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত, শুক্রবার ভোটাভুটি
advertisement
Location :
First Published :
July 18, 2018 8:59 PM IST