মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় এলাকার একটি বেআইনি কয়লাখনিতে ৷ জল ঢুকে যাওয়ার জেরে কয়লাখনির ভিতরেই আটকে পড়েন প্রায় ১৫ জন শ্রমিক ৷ আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে ব্যর্থ হয় ভারতীয় নৌবাহিনীর দুঁদে ডুবুরিরাও ৷ উদ্ধারকাজে ব্যর্থ হন ওডিশার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরাও ৷ খনি শ্রমিকদের বেঁচে থাকার আশাও পুরোপুরি ছেড়ে দিয়েছিল তাদের পরিবার পরিজন ৷ তবে শেষকৃত্যের জন্য দেহ উদ্ধার হোক, এমনই দাবি ছিল তাদের ৷
advertisement
আরও পড়ুনBudget 2019: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জেনারেল পড়ুয়াদের সংরক্ষণ বিল বাজেটেই
এরপরই ভারতীয় নৌবাহিনী বিশেষ ব্যবস্থা করে ৷ আন্ডার ওয়াটার রিমোটলি অপোরেটেড ভেহিক্যালের সাহায্যে খনির অতিগভীরে পৌঁছে যান কর্মীরা ৷ সেখান থেকেই চিহ্নিত করা হয় দেহ ৷ অনেকখানি জল পাম্পের সাহায্যে বার করে দেওয়া হলেও প্রায় ৩৫০ ফুট গভীর জল থাকার ফলে উদ্ধারকাজে ব্যাপক সমস্যা হতে থাকে ৷
ঘটনাটি ঘটেছিল গত ১৩ ডিসেম্বর ৷ মেঘালয় সরকারের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও মেঘালয় জুড়ে অবৈধভাবে চলছে খনি খনন ৷ কিন্তু আচমকাই নেমে আসে বিপর্যয় ৷ কয়লাখনির ভিতরে জল ঢুকে আটকে যান ১৫ জন শ্রমিক ৷ তাদের দেহ চিহ্নিত করা হয়েছে ও উদ্ধার প্রক্রিয়া চলছে ৷