Supreme Court: রাজ্যের হয়ে সওয়াল কপিল সিব্বল-অভিষেক মনু সিংভির! সিবিআই-কে তুলোধনা করল সুপ্রিম কোর্ট
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Supreme Court: বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করতে ওঠেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি।
নয়াদিল্লি: রাজ্যের তরফে অনুমতি প্রত্যাহারের পরেও কি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে কোনও রাজ্যে? পশ্চিমবঙ্গ সরকারের তরফে কেন্দ্রের বিরুদ্ধে করা এই মামলার শুনানিতে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের।
বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করতে ওঠেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি।
advertisement
কিন্তু কেন্দ্রের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না সওয়াল করার জন্য। বিরক্ত হয়ে বিচারপতি গাভাই বলেন, ”আদালতের প্রতি নূন্যতম সম্মান জানান। আপনাদের প্যানেলে এত আইনজীবী, ল অফিসার রয়েছেন। তাঁরা কোথায়? তাঁদের কেউ উপস্থিত থাকতে পারলেন না?”
advertisement
বিচারপতি গাভাইয়ের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন জুনিয়র আইনজীবী। তিনি জানান, সিনিয়র আইনজীবী সওয়াল করবেন। কিন্তু তিনি অন্য কোর্টে ব্যস্ত। অনুরোধ করেন পাসওভার দেওয়ার। তারপর পাসওভার দেওয়া হয়। দু সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2025 2:33 PM IST