প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের রেজাল্ট

Last Updated:

প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের রেজাল্ট

#কলকাতা: মাধ্যমিক পরীক্ষা শেষের ৮৫ দিনের মাথায় ফলপ্রকাশ ৷ নতুন মডেলে পরীক্ষার পর প্রকাশিত হল রেজাল্ট ৷ সাংবাদিক বৈঠকে ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷
এবছর প্রতি বিষয়ে গ্রেড ও মার্কস ছাড়াও সামগ্রিক রেজাল্টে গ্রেড ও মার্কস দেওয়া হয়েছে ৷ এবছর পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবথেকে বেশি ৯৬.০৬% ৷ পাশের হারের নিরিখে প্রথম এই জেলা ৷ কলকাতায় পাসের হার ৮৮.৯৩% ৷ দঃ২৪ পরগনায় পাসের হার ৯০.৫৪% ৷ নদিয়ায় পাশের হার ৮২.৩০% ৷ পাশের হারেও কলকাতাকে অনেক পিছনে ফেলে দিয়েছে জেলাগুলি।
advertisement
এবছর মোট সাফল্যের হার গত বছর থেকে বৃদ্ধি পেয়েছে ৷ এবছর মোট পাশের হার ৮৫.৬৫ শতাংশ ৷  এবছর পাসের হার ২.৯১% বৃদ্ধি পেয়েছে ৷ শারীরিক ভাবে পিছিয়ে পড়া পরীক্ষার্থীদের  পাসের হার ৯১.২৩% ৷
advertisement
মধ্যশিক্ষা পর্ষদের বিতরণ কেন্দ্র ও ৪৭টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট তুলে দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের হাতে ৷  বেলা ১১ থেকে স্কুলগুলি থেকে দেওয়া হবে মাধ্যমিকের রেজাল্ট ৷
advertisement
পরীক্ষার আনুষ্ঠানিক ফল ঘোষণার সময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, কোনও পরীক্ষার্থীর রেজাল্ট অসম্পূর্ণ না থাকলেও মোট ২১ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে পর্ষদ ৷
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২২ ফেব্রুয়ারি ৷ এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১০ লক্ষ ৬১ হাজার ১২৩ পরীক্ষার্থী ৷ এর মধ্যে ৪,৭৪৬৯ জন ছাত্র ৷ ৫,৮৭৬৫৪ জন ছাত্রী ৷ ছাত্রদের তুলনায় ছাত্রীরা সংখ্যায় বেশি ৷ মোট ছাত্রদের সংখ্যার তুলনায় ১,১৯,৮১৩ জন বেশি ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৷
advertisement
সকাল ১০ থেকে ওয়েবসাইটে মিলবে ফলাফল ৷ ফল জানা যাবে SMS-এর মাধ্যমেও ৷
এইবছরই মাধ্যমিকে ৪০ শতাংশ নম্বর ছিল মাল্টিপল চয়েস ও ছোট প্রশ্ন ৷ চলতি বছরের ৩ মার্চ সম্পন্ন হয় মাধ্যমিক পরীক্ষা ৷ নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হলেও ভৌতবিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে ৷ যা নিয়ে একটি মামলা হাইকোর্টে বিচারাধীন ৷
advertisement
সকাল ১০ টা থেকে wbresults.nic.in এ গিয়ে ক্লিক করলেই পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন ৷ এছাড়াও মোট ১০টি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে ৷ ওয়েবসাইটে ফল জানতে ক্লিক করুন-
www.wbbse.org
wbresults.nic.in
www.exametc.com,
www.indiaresults.com
www.knowyourresult.com
www.schools9.com,
www.results.amarujala.com
www.indiaccess.com,
www.resultsout.com
www.jagranjosh.com,
www.examresults.net
ওয়েবসাইট ছাড়াও ফল জানা যাবে SMS-এর মাধ্যমে ৷ SMS -এ ফল জানতে হলে টাইপ করতে হবে SMS WB10

view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের রেজাল্ট
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement