গুগলে কী ‘সার্চ’ করলে আপনি ‘জেলে’ যেতে পারেন জানেন…?

Editor: Ananya Chakraborty | July 2 , 2025

গুগল সবার জীবনের একটি অংশ হয়ে উঠেছে। যদি কেউ কিছু জিজ্ঞাসা করতে চায় বা কিছু শিখতে চায়, সেই ব্যক্তি অবিলম্বে Google এ সুইচ করে।

প্রযুক্তিতে ভরপুর এই আধুনিক যুগে ইন্টারনেটে সবকিছুই পাওয়া যায়।

কিন্তু এই সার্চ ইঞ্জিন গুগলেই কিছু জিনিস সার্চ করা আপনার জন্য বিরাট ঝুঁকিপূর্ণ হতে পারে। এমনকি এই পরিস্থিতিতে আপনি জেলে যেতে পারেন

জেনে নিন, সেই বিষয়গুলি যা আপনার গুগলে সার্চ করা এড়িয়ে চলা উচিত। 

বোমা সম্পর্কে – বোমা বা অস্ত্র তৈরির সঙ্গে সম্পর্কিত এই ধরনের অনুসন্ধান এড়িয়ে চলা উচিত। এতে ওই ব্যক্তি নিরাপত্তা সংস্থার নজরে পড়তে পারে।

More Stories.

গ্রাম বাংলার ঝোপ ঝাড়েই মিলবে অবহেলার এই পাতা! খেলেই জব্দ ফ্যাটি লিভার, চুপচাপ শরীর ছাড়বে জন্ডিস…

১ দিনের বদলে ২ দিন ধরে থাকবে ফোনের চার্জ? কোন মোডে ফোন রাখলে বাড়বে ব্যাটারি লাইফ?

AC-র সঙ্গে সিলিং ফ্যান চালালেই কমবে বিদ্যুৎ বিল, কিন্তু ঠিক কোন গতিতে!

পাইরেটেড ভিডিও -বেশিরভাগ মানুষ গুগল থেকে বিনামূল্যে সিনেমা পেতে বা এটি দেখার চেষ্টা করেন। কিন্তু ফিল্ম পাইরেসি করতে বা গুগলে সার্চ করতে দেখা গেলে সেটা জেল হওয়ার মতোই অপরাধ।

গর্ভপাত সম্পর্কিত অনুসন্ধান এড়িয়ে চলুন: গুগলে গর্ভপাত সম্পর্কে অনুসন্ধান করা এড়ানো উচিত, কারণ ভারতে গর্ভপাত অবৈধ। এক্ষেত্রেও জেল হতে পারে অপরাধ প্রমাণিত হলে।

অপরাধের সঙ্গে সম্পর্কিত অনুসন্ধান এড়িয়ে চলা উচিত: এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড এবং ধর্ষণের শিকার ব্যক্তির নাম অনুসন্ধান করা এড়িয়ে চলা উচিত।

চাইল্ড পর্নোগ্রাফির সঙ্গে সম্পর্কিত অনুসন্ধান: শিশু নির্যাতন সম্পর্কিত অনুসন্ধান এড়াতে হবে। এটি করলে ওই ব্যক্তিকে জেলে পাঠানো হতে পারে। 

গ্রাম বাংলার ঝোপ ঝাড়েই মিলবে অবহেলার এই পাতা! খেলেই জব্দ ফ্যাটি লিভার

পড়তে ক্লিক করুন