বলুন তো ফলের রানি কে?

ফলের রানি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন!

ফলের রানি হল ম্যাঙ্গোস্টিন।

থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতেই সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় এই ফল।

এখানেই শেষ নয়, ম্যাঙ্গোস্টিন হল থাইল্যান্ডের জাতীয় ফল।

এর বৈজ্ঞানিক নাম হল Garcinia Mangostana।

এর স্বাদ কিছুটা টক-মিষ্টি।

ব্রিটেনের রানি ভিক্টোরিয়া নিজেও এই ফল খেতে ভালবাসতেন!

পড়তে ক্লিক করুন