ফলের রাজা তো আম, কিন্তু ফলের রানি কে জানেন?

ফলের রানি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন! ঠিকই শুনেছেন!

ফলের রাজার মতো ফলের রানিও রয়েছে। ফলের রাজা আমের সঙ্গে অবশ্য এর দারুণ মিল।

কীরকম? আমের সঙ্গে নামে তো মিল রয়েছেই, সেই সঙ্গে মিল রয়েছে স্বাদেও।

অধিকাংশ মানুষ অবশ্য এই ফলটির কথা জানে না।

ফলের রানি হল ম্যাঙ্গোস্টিন।

থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতেই সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় এই ফল।

ম্যাঙ্গোস্টিন হল থাইল্যান্ডের জাতীয় ফল।

পড়তে ক্লিক করুন