কখনও ভেবে দেখেছেন ফলের গায়ে স্টিকার থাকে কেন?

Published by  Rachana Majumder                   04-11-2025

বাজারে এরকম অনেক ফল আসে যার গায়ে স্টিকার লাগানো থাকে।

কলা, আপেল,কমলালেবু, ন্যাশপাতি, তরমুজের গায়ে লাগানো থাকে এই স্টিকার।

অনেকেই ভেবে নেন, ফলের গায়ে লাগানো এই স্টিকারগুলো বোধহয় গুণমানের পরিচায়ক।

শুধু তাই নয়, কেউ কেউ ভাবেন, এই ফলগুলো বোধহয় বিদেশ থেকে আমদানি করা। কিন্তু সত্যিই কি তাই?

পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের স্টিকার ব্যবহার করা হয় ফলের গুণমান, দাম ও কী ধরনের প্রক্রিয়ায় ফলটি উৎপাদিত হয়েছে তা বুঝতে।

কিন্তু এ দেশে আদৌ এমন কোনও নিয়ম নেই।

বরং এই ধরনের স্টিকার ব্যবহার করা হয় ফলের খুঁত ঢাকা দিতে কিংবা ফলগুলি অন্য ফলের তুলনায় ভাল প্রমাণ করতে।

শুধু ভারত নয়, স্টিকারের মাধ্যমে ভোক্তাকে বিভ্রান্ত করার বিষয়টি অন্য অনেক দেশেও হয়ে থাকে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

এ ধরনের আঠায় ব্যবহৃত রাসায়নিক উল্টো ফল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

পড়তে ক্লিক করুন