হরিণকে কখনও কুকুরের মতো ঘেউ ঘেউ করে ডাকতে শুনেছেন?

এমন এক প্রজাতির হরিণ সম্পর্কে আজ জানুন, যা দেখতে তো সম্পূর্ণ ভাবে হরিণের মতো, কিন্তু ডাকে ভৌ ভৌ করে

বিহারের একমাত্র টাইগার রিজার্ভ ‘বাল্মীকি’-তে এক প্রজাতির হরিণ পাওয়া যায় যেগুলি কুকুরের মতো ঘেউ ঘেউ করে।

হরিণ হওয়া সত্ত্বেও ঘেউ ঘেউ করার কারণে একে বার্কিং ডিয়ারও (Barking Deer) বলা হয়।

ভিটিআরের ঘন অরণ্যে প্রায় ৬০টি প্রজাতির প্রাণী পাওয়া যায়।

যার মধ্যে এই ধরনের বার্কিং ডিয়ারও একটি।

পড়তে ক্লিক করুন