বিশ্বের ছোট দেশগুলির একটি, নিজস্ব মুদ্রা এমনকী বিমানবন্দরও নেই, তবুও অন্যতম ‘সবচেয়ে ধনী দেশ’

Published by  Ratnadeep Ray                   26-10-2025

দেশটির নাম লিচেনস্টাইন। যাদের নিজস্ব মুদ্রা বা বিমানবন্দর নেই। কিন্তু সেই দেশের মানুষরা সকলেই ধনী।

বিমান ওঠানামার দিক থেকে লিচেনস্টাইন অস্ট্রিয়া এবং সুইৎজারল্যান্ডের বিমানবন্দর ব্যবহার করে।

বিমান ওঠানামার দিক থেকে লিচেনস্টাইন অস্ট্রিয়া এবং সুইৎজারল্যান্ডের বিমানবন্দর ব্যবহার করে।

More Stories.

সিলিন্ডারে ঠিক ‘কতটা’ গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর

পিতার সম্পত্তিতে ছেলেমেয়ের সমান অধিকার থাকলেও একটা শর্তে কিচ্ছু পাবেন না কন্যারা, জানাল হাই কোর্ট

দুবাই থেকে দিল্লিতে যাত্রী, বিমান থেকে নামতেই সন্দেহ হল সকলের! স্ক্যান করতেই বেরিয়ে এল ২০ লাখের ভয়ঙ্কর জিনিস

লিচেনস্টাইনে প্রায় ৪০ হাজার জনগন বসবাস করেন।

সুইৎজারল্যান্ডের নিজস্ব মুদ্রা সুইস ফ্রাঁ ব্যবহার করে লিচেনস্টাইন। হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সে লিচেনস্টাইন ১৭ নম্বরে।

জিডিপি পার ক্যাপিটার দিক থেকে লিচেনস্টাইনের অবস্থান বিশ্বে সবার উপরে।

ওই তালিকায় ৮ নম্বরে রয়েছে আমেরিকা, ১৪৭ নম্বরে ভারত।

অর্থাৎ বিশ্বের অন্যতম সবচেয়ে ছোট দেশ হলেও লিচেনস্টাইনের অন্যতম ধনী দেশ। যাবেন নাকি লিচেনস্টাইনে?

অর্থাৎ বিশ্বের অন্যতম সবচেয়ে ছোট দেশ হলেও লিচেনস্টাইনের অন্যতম ধনী দেশ। যাবেন নাকি লিচেনস্টাইনে?

ঠাকুমা-দিদিমাদের ‘ধন্বন্তরি’ টোটকা…! সর্দি-কাশি হলেই বাচ্চাকে খাওয়ান ‘এক’ চামচ এই মশলা! আজীবন ফিট থাকবে সন্তান!

পড়তে ক্লিক করুন