অ্যাভোকাডো আসলে কী? ফল নাকি সবজি? ৯৯ শতাংশই উত্তর দিতে গিয়ে হিমশিম

Published by  Rachana Majumder                  04-11-2025

Avocado বা অ্যাভোকাডো হল এক ধরনের সবুজ রং বিশিষ্ট পুষ্টিকর ফল।

এটি দেখতে বড় আকারের লম্বাটে পেয়ারার মতো।

একেকটি ফলের ওজন প্রায় ২৫০ থেকে ৭০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।

মধ্য আমেরিকা ও মেক্সিকোতে দেশীয় ফল হিসেবে চাষ করা হয় ও এই অঞ্চলে বেশি জন্মায়।

সবেচেয়ে বেশি পুষ্টিকর ফলগুলোর মধ্যে অন্যতম একটি ফল হিসেবে বিবেচনা করা হয়।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি ও প্রাকৃতিক রিসোর্স মতে এই ফলটি একটি ফুলের পরিপক্ক ডিম্বাশয়ের মতো দেখতে৷

হার্ট ভাল রাখতে সাহায্যফল করে এই ৷ দৃষ্টিশক্তিও বাড়ায়৷

অ্যাভাকাডোতে কিন্তু ফ্যাটও আছে৷

তবে এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে অ্যাভাকাডো আসলে ফল, সবজি নয়৷

পড়তে ক্লিক করুন