এই উপায় মেনে চললে স্মার্ট ওয়াচ ভাল থাকবে দীর্ঘ দিন

স্মার্ট ফোনের মতই স্মার্টওয়াচও ধীরে ধীরে আমাদের আধুনিক জীবনের দৈনন্দিন অঙ্গ হয়ে উঠছে।

কিন্তু স্মার্ট ওয়াটের ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হওয়ার একটা অভিযোগ খুব বেশি শোনা যায়।

এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলি মেনে চললে স্মার্ট ওয়াচের ব্যাটারির আয়ূ দীর্ঘায়িত হবে।

ফুল চার্জ হওয়ার পরও দীর্ঘ সময় চার্জে বসিয়ে রাখা বা চার্জ শূন্য করে চার্জে দেওয়া, দুই ক্ষতিকর ব্যাটারির জন্য।

স্মার্টওয়াচের ব্রাইটনেস কমিয়ে রাখুন। জরুরি বার্তা ছাড়া অন্যান্য অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখতে পারেন।

প্রয়োজন না হলে স্মার্টওয়াচের ব্যাটারির আয়ূ বাড়াতে ব্লুটুথ এবং ওয়াই-ফাই বন্ধ করুন। পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন।

স্মার্টওয়াচে অনেক বেশি অ্যাপ ইন্সটল করলে স্মার্টওয়াচের কর্মক্ষমতা কমতে থাকে। ফলে বেশি অ্যাপ রাখবেন না।

স্মার্ট ওয়াচ ওয়াটার প্রুফ হয়ে থাকেলেও বেশি জলে ভেজানো বা বৃষ্টি ভেজানো উচিৎ নয়।

ব্যাটারি বেশি সময় ভাল রাখার জন্য সবসময় ফোনের সঙ্গে স্মার্টওয়াচ কানেক্ট করে না রাখাই ভাল।

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান

পড়তে ক্লিক করুন