বলুন তো কোন মাছ উড়তে পারে? জলেও থাকে, বাতাসেও ওড়ে!

মাছ আবার ওড়ে নাকি? আজগুবি মনে হলেও এটাই সত্যি! এ এমন এক মাছ যা জলেও থাকে আবার উড়তেও পারে!

এই মাছের দুটি পাখনা থাকে! আর সেই পাখনাতে হাওয়া ভরা থাকে! বিশ্বজুড়ে ৭১ প্রজাতির এই ধরনের মাছের সন্ধান পাওয়া গেছে!

এদের বক্ষ পাখনা প্রসারিত হয়ে ডানার মতন গঠন তৈরী করে। এই মাছের অধিকাংশই সামুদ্রিক এবং সাধারণত ঝাঁক বেঁধে চলে।

অতি দ্রুত সাঁতার কাটতে গিয়ে এরা অনেক সময়ে জলের একেবারে উপরিভাগে চলে আসে এবং পাখনা মেলে বাতাসে উড়াল দেয়।

উষ্ণমন্ডলের সব সাগরেই এই মাছ দেখা যায়। এদের দৈর্ঘ্য ১০ থেকে ৩০ সেমি অবধি হতে পারে।

More Stories.

কাঁচা পেঁপে এইভাবে খান! ভিটামিনের খনি এই সবজি হজম শক্তি বৃদ্ধিতে এক নম্বর! জানলে অবহেলা করবেন না একেবারে

মাত্র ১০টাকা খরচ! মিনিটে ঝকঝকে-তকতকে! নিজের মুখ দেখতে পাবেন! এইভাবে পরিষ্কার করুন বাথরুমের কোমড

খরচ হবে না ১ টাকাও…! ৭দিনে শরীর থেকে উপড়ে ফেলবে ডায়াবেটিস, রোজ খান এই খাবার, তরতরিয়ে নামবে সুগার লেভেল!

আকাশে পাখি ওড়ার আট কোটি বছর আগে থেকেই এই মাছের রাজত্ব। ডাইনোসরের আগে থেকেই এ মাছের অস্তিত্ব ছিল।

ওড়ার জন্য এই মাছের কিন্তু কোনও ডানা নেই। আছে চ্যাটাল, ঢাউস, ফাঁপা বক্ষপাখনা। পাখনার ভেতরে হাওয়া ভরা থাকায় ওজনেও হালকা।

এই বক্ষপাখনার সাহায্যেই বাতাসে ভেসে থাকতে পারে। একে বলে গ্লাইডিং। আরও সহজ করে বললে, বাতাসে ভেসে থাকা।

জাপান, ভিয়েতনাম, বার্বাডোস ও ভারতে এ মাছ প্রচুর ধরা হয়। খেতেও দারুণ এই মাছ!

বার বলতে পারবেন কী নাম এই মাছের? এই মাছকে আমাদের দেশে ‘গরনাই মাছ’ বলা হয়! উড়ুক মাছও বলা হয়! flying fish-ও বলা হয়!

ইংরাজিতে গামছাকে কী বলে জানেন? ‘Towel’ নয় কিন্তু! উত্তর জানলে হাসি থামবে না

পড়তে ক্লিক করুন