দোরগোড়ায় দুর্গাপুজো৷ সেজে উঠছে শহর৷ চলছে লাস্ট ল্যাপের কেনাকাটা৷ নতুন জামা-জুতো তো হবে সঙ্গে চলবে মনপসন্দ খানা-পিনা৷ পুজো মানে পেটপুজোও বটে৷

চিরাচরিত রেস্তোরাঁ থেকে একটু হটকে, আত্মীয়-বন্ধুদের নিয়ে পুজোয়ে এই পুজোতে চলে যান ঝাঁ চকচকে ক্যাফেতে৷ সেখানে লাজবাব সব আইটেম থাকছে পুজোকে কেন্দ্র করে৷

ক্যাফে ড্রাফ্টার, লেক রোড, হেমন্ত মুখার্জি সরণীতে অবস্থিত৷ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার থেকে চটপটে স্ন্যাক্স, থাকছে সবকিছুর আয়োজন৷ অর্থাৎ প্রথম থেকে শেষ পাত, থাকবে সব ব্যবস্থা৷

কী কী পাবেন ক্যাফে ড্রাফ্টারে? পর্কি ফেলা, তান্দুরি চিকেন মোমো, বার্বিকিউ চিকেন উইংস, চিকেন ক্লাব স্যান্ডউইচ, মিট লাভার্স বার্গার, চিলি পোর্ক স্যান্ডউইচ, গ্রিলড চিকেন ইন মাশরুম সস, ফিশ হট গার্লিক আরও অনেক কিছু৷ 

দাম নিয়ে ভাববেন না৷ কারণ একেবার আপনার নাগালের মধ্যে৷ মাত্র ৬০০ টাকা (সঙ্গে ট্যাক্স)-এ পেট ভরে খেতে পারবেন৷ 

এমনই আর একটি ক্যাফে কর্মা কেটেল৷ এখানকার বিশেষ আকর্ষণ অবশ্যই চা এবং কফি৷ অর্থাৎ পরন্ত বিকেলে বন্ধুর সঙ্গে বসে লম্বা আড্ডা দিতে আসতে পারেন এখানে৷ অনেকটা সময় চা-কফি হাতে চলতে পারে গল্প৷ 

তবে শুধু চা-কফিতে সীমাবদ্ধ থাকতে হবে না৷ রয়েছে আরও ব্যবস্থা৷ এখানে মেলে অসাধারণ বাটার চিকেন পিৎজা, পিনাট বাটার আইসডজ লাতে, ক্যারামেল বানানা ক্রাম্পেটস, মোসাম্বি পপি সিড কেক৷ 

এছাড়া মেনুতে কী থাকছে? এখানে এলে খেতেই হবে থাই গ্রিন চিকেন ক্রাম্পেট, গোচুয়াজাং চিকেন সালামি ক্রাম্পট, বাটার পনির পিৎজা, মটন সামোসা২, মাশরুম সামোসা, বার্মিজ খাও সুয়ে, স্পাইসড পাম্পকিন চায় লাটে৷

এখানেও দাম ৬০০ টাকা  (সঙ্গে ট্যাক্স)৷ ফলে স্বাদ মিটিয়ে খেয়ে নিন এই পুজোতে৷ 

পুজোয়ে করুন চুটিয়ে আনন্দ

 শরীরের খেয়াল রাখুন, সুস্থ থাকুন৷

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান

পড়তে ক্লিক করুন