শীতের গোড়ায় রোজ একটা করে আমলকি, উপকারিতা অঢেল

Published by  Rachana Majumder                  05-11-2025

শীতকাল মানেই সর্দি-কাশি, সেই সঙ্গে আরও নানা সমস্যাও দেখা দেয়।

শীতকালীন রোগের সঙ্গে লড়াই করতে ভরসা আমলকি।

শীতকালে ফিট থাকতে রোজ একটি করে আমলকি খেয়ে দেখেছেন কোনওদিন?

ভিটামিন সি-যুক্ত এই ফল নতুন চুল গজাতে  সাহায্য করে।

আমলকি চোখ ভাল রাখার জন্য উপকারি।

এতে রয়েছে ফাইটো-কেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িও ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে।

কাঁচা বা রস করে-যে কোনও ভাবেই খেতে পারেন আমলকি৷

ভিটামিন সি, অ্যান্টি অক্সিড্যান্ট, আয়রন , ফ্ল্যাভোনয়েডস, পটাশিয়ামে ভরা আমলকি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে৷

পড়তে ক্লিক করুন