জিভই শরীরের আয়না!

আপনার জিভের রং বলে দেবে কোন রোগ বাসা বেঁধেছে শরীরে!

স্বাস্থ্যের সঠিক খেয়াল না রাখলে জিভের উপর সাদা আস্তরণ পড়ে।

ব্যাক্টেরিয়া ও ছত্রাকের আক্রমণে এমনটা হতে পারে।

শরীরে জলের ঘাটতি হলেও জিভ সাদা হয়ে যায়। 

More Stories.

‘দলনেত্রী ও অভিষেককে সম্মান করি’, সিনেমা মুক্তি স্থগিত! কারণ জানিয়ে দিলেন প্রান্তিক-রাজন্যা

বিছানাতে যাওয়ার আগেই ’জল’ খাচ্ছেন? ঠিক করছেন না ভুল? শুধু ‘এই’ নিয়মেই ম্যাজিক আসবে ঘুম! হাতেনাতে মিলবে ফল…

ব্রনর জন্য মাটি সাজ! সস্তার ‘এই’ ৩ সবজি ঝকঝকে করবে ত্বক! সৌন্দর্য এখন হাতের মুঠোয়

নিয়মিত মদ্যপান, ধূমপান করলেও কিন্তু জিভের উপর সাদা স্তর পড়ে।

 জেনে নিন, কখন  সাবধান হবেন!

  নীল বা বেগুনি রং-এর জিভ মানে রক্তে অক্সিজেনের ঘাটতি হয়েছে।

নীল বা বেগুনি জিভ– এই রং-এর জিভ মানে রক্তে অক্সিজেনের ঘাটতি হয়েছে।

  নীল বা বেগুনি রং-এর জিভ মানে রক্তে অক্সিজেনের ঘাটতি হয়েছে।

জিভের রং একেবারে ফ্যাকাসে হয়ে গেলে তা রক্তে আয়রনের অভাবকেই ইঙ্গিত করে।

  নীল বা বেগুনি রং-এর জিভ মানে রক্তে অক্সিজেনের ঘাটতি হয়েছে।

জিভের উপর লাল এবং সাদা চাকা চাকা দাগ অটোইমিউন রোগের ইঙ্গিতও বহন করে।

পড়তে ক্লিক করুন