চোখের কালো অংশকে তো ‘মণি’ বলে, সাদা অংশের নাম জানেন কী?

আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে।

আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।

আপনারা তো জানেন চোখের কালো অংশকে মণি বলে, জানেন চোখের সাদা অংশকে কী বলে ?

এর নাম শ্বেতমণ্ডল বা স্ক্লেরা।

চোখ নিয়ে এমন অনেক বিষয় আছে যা আমরা অনেকেই হয়তো জানি না।

আজকের এই প্রশ্নটি বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে

তাহলে জেনে গেলেন তো সাদা অংশের নাম?

পড়তে ক্লিক করুন