ট্রেনের চাকা গাড়ি-বাইকের মতো বদলাতে হয়? কত বছর চাকার আয়ু?

ট্রেনের চাকার বয়স কত হয়? কত বছর স্থায়ী হয়? গাড়ি বা বাইকের টায়ারের মতো প্রতিস্থাপন দরকার?

ভারতীয় রেল বিভিন্ন ধরনের ট্রেনের ক্ষেত্রে বিভিন্ন চাকা ব্যবহার করে 

চাকার ওজন ২৩০ কেজি থেকে ৬৮০ কেজি পর্যন্ত হয়। কিছু মালবাহী ট্রেনের চাকা ৯00 কেজি পর্যন্ত হয়

একটি চাকার বয়স বা সেই চাকা কতবছর স্থায়ী হবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করে

যদি যাত্রীবাহী ট্রেন হয়, তবে তার চাকা ৩-৪ বছর পর্যন্ত ব্যবহার করা হয়। ট্রেনটি ১১২৬৫৪ কিমি থেকে ১৬০৯৩৪ কিমি পর্যন্ত চলে

মালগাড়ির চাকা ৮-১০ বছর পর্যন্ত ব্যবহার হয়। এই চাকাগুলি ২.৫ লক্ষ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করে

ট্রেনের সুরক্ষা সম্পূর্ণরূপে চাকার উপর, তাই প্রতি ৩০ দিন অন্তর প্রতিটি চাকা পরীক্ষা করা হয়। ত্রুটি থাকলে সেগুলি প্রতিস্থাপন হয়

প্রেশারের ওষুধ খান রোজ? শীতে গরম জলে স্নান করছেন? 

পড়তে ক্লিক করুন