অন্তবর্তী বাজেটের পরদিনই নেটওয়ার্ক ১৮ এর ম্যানেজিং ডিরেক্টর রাহুল জোশীকে সাক্ষাৎকার দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
অর্থমন্ত্রী বলেন, “এই সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং মানুষ এটি বুঝতে পেরেছে।”
নির্মলা সীতারমণ বলেন, ”প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি হল সাধারণ মানুষকে মন ও মন দিয়ে সাহায্য করা।”
জিডিপি বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “আমরা ঠিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করব।
মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিতভাবে তার মতামত তুলে ধরেছেন।
অর্থমন্ত্রী বলেন, ”ভারতের অর্থনীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”
সীতারমন বলেন, “আমাদের পূর্ণ আশা আছে যে আমরা ভারসাম্যপূর্ণ মুদ্রাস্ফীতির হার দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করব।”
তিনি বলেন, ”আমি চাই বিদেশি রেটিং এজেন্সিগুলো ভারতে যে অর্থনৈতিক সংস্কার হচ্ছে তা দেখুক এবং সেই অনুযায়ী তাদের মতামত দেবে।”