Continue reading কেউ খান সবজি, কেউ আমিষ, সেলেব স্বামী-স্ত্রী-র ‘আপ রুচি খানা’ "> Continue reading কেউ খান সবজি, কেউ আমিষ, সেলেব স্বামী-স্ত্রী-র ‘আপ রুচি খানা’ " />

কেউ খান সবজি, কেউ আমিষ, সেলেব স্বামী-স্ত্রী-র ‘আপ রুচি খানা’

অমিতাভ বচ্চন ভারতীয় সিনেমার সম্রাট কিন্তু তিনি নিরামিষশাসী৷ 

তাঁর স্ত্রী জয়া মাংস খান। যদিও ছেলে অভিষেকও নিরামিষভোজী।

বিদ্যা বালন কেবল সবজি পছন্দ করেন। আগে আমিষ খেলেও এখন তিনি নিরামিষ খান৷

বিদ্যা বালনের স্বামী সিদ্ধার্থ রয় কাপুর আমিষ খান৷

জন আব্রাহাম একজন পশুপ্রেমী এবং একজন বডি বিল্ডারও কিন্তু তিনি কখনও মাংস খান না। সামুদ্রিক খাবারও খান না৷

তবে তিনি ডিমের সাদা অংশ এবং মাছ খান৷ তাই তাঁকে বলা হয় Pescetarian। 

অনুষ্কা শর্মা ২০১৫ সাল থেকে নিরামিষ খান, এর আগে তিনি আমিষ খেতে পছন্দ করতেন।

বিরাট কোহলি ২০১৮ থেকে নিরামিষ খান৷ তবে তিনি ডিম খান৷ তাই তিনি ভেগান নন, কিন্তু নিরামিশাষী৷

বিরাট কোহলি ২০১৮ থেকে নিরামিষ খান৷ তবে তিনি ডিম খান৷ তাই তিনি ভেগান নন, কিন্তু নিরামিশাষী৷

 তবে, তার স্বামী রণবীর কাপুর  আমিষ খান।

More Stories.

Planet Found: সৌরমণ্ডলে খোঁজ পাওয়া গেল প্লুটোর ভাইয়ের, নয়া গ্রহ ২৫,০০০ বছরে একবার ঘোরে সূর্যকে

১ দিনের বদলে ২ দিন ধরে থাকবে ফোনের চার্জ? কোন মোডে ফোন রাখলে বাড়বে ব্যাটারি লাইফ?

AC-র সঙ্গে সিলিং ফ্যান চালালেই কমবে বিদ্যুৎ বিল, কিন্তু ঠিক কোন গতিতে!

শহীদ কাপুর  আমিষ ছেড়েছেন, তিনি ডিমও খান না, তিনি সম্পূর্ণ নিরামিষভোজী। তিনি PETA India Most Sexiest ট্যাগও পেয়েছেন।

মীরা রাজপুত কোনও আমিষ না খেলেও ডিম খান৷

কঙ্গনা রানাউত আমিষ খাওয়া সম্পূর্ণ রূপে ছেড়ে দিয়েছেন, প্রথমে তিনি নিরামিশাষী ছিলেন এখন তিনি ভেগান৷

ক্যাটরিনা কাইফও নিরামিষ খাবার খান। সে খাবারে ঢ্যাঁড়শ, লাউ এবং বিনস পছন্দ করে।

তাঁর স্বামী ভিকি কৌশল মাঝে মাঝে তার খাদ্যতালিকায় মাছ এবং মুরগির মাংস খান৷ 

বিদ্যুৎ জামওয়ালও একজন নিরামিষভোজী এবং তিনি একজন বডি বিল্ডারও। অভিনেতা আধ্যাত্মিক।

অক্ষয় কুমারও একজন নিরামিষভোজী।

তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নাও নিরামিষই খান।

আপনি কি বয়স্ক, ট্রেনে বার্থ রিজার্ভ করছেন, জানেন কি ভারতীয় রেল আপনার জন্য এক সে বড়কর এক সুবিধা দেয়

পড়তে ক্লিক করুন