২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে শেষ ল্যাপে হাজির অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন৷
Fill in some text
কিন্তু এই সিঁদুর দেখে অনেকে অনেক প্রশ্ন করছেন৷ তাঁর এবং অভিষেকের সম্পর্কের ভাঙন নিয়ে প্রচুর গুঞ্জন চলছিল৷ কোথাও কী সেই নিন্দুকদের গালে জোর থাপ্পড় মারলেন বচ্চন বাড়ির বৌমা?
তিনি বুঝিয়ে দিলেন যে তাঁর মতো সুন্দরীকে ছেড়ে তাঁর স্বামীর অন্য কোনও মহিলার প্রতি মন দেওয়া সম্ভবই নয়৷
কারণ ২০ বছরের বেশি তিনি কান উৎসবে আসছেন এবং বারবার তিনি তাঁর সৌন্দর্যের ডালি সাজিয়ে ধরছেন ক্যামেরার সামনে!
অভিনেত্রী গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ভক্তরা আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন, তার নাম ধরে ডাকতে শুরু করেন এবং উত্তেজনায় ছবি তুলতে শুরু করেন।
একই সঙ্গে দেশের অপরেশন সিঁদুরকে সম্মান জানাতেও এভাবে সিঁথিতে সিঁদুর পরেছেন ঐশ্বর্য৷ এমনও বলছেন অনেক বিশেষজ্ঞ৷
ঐশ্বর্যের এই লুক দেখে তাঁর ফ্যানরা যেমন মুগ্ধ, তেমনই তাঁকে প্রসংশায় ভরিয়ে দিয়েছেন বলিউড সেলিব্রিটিরা৷
অনুষ্কা শর্মা থেকে বানি কাপুর, ভূমি পেডনেকর, রিচা চড্ডা
সকলেই প্রাক্তন বিশ্ব সুন্দরীর এই সাজকে বাহবা জানিয়েছেন৷