৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার গৃহবধূর!

Published by  Shubhagata Dey                   27-10-2025

৭০০ টাকা দিয়ে শুরু করেছিলেন। আজ মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা রোজগার করছেন এই গৃহবধূ। 

শুধু যে নিজেই রোজগার করছেন এমনটা নয়, এলাকার বহু গৃহবধূ ও তরুণী এই কাজ শিখিয়ে রোজগারের পথ দেখাচ্ছেন তিনি। 

পূর্ব মেদিনীপুর জেলার এগরার গৃহবধূ স্মিতা ভট্টাচার্য প্রধান। প্রথমে শিক্ষকতা করলেও পরে শরীর খারাপ হওয়ায় চাকরি ছাড়তে হয়। 

এরপর বাড়িতে বসে কিছু করার কথা মাথায় আসে তাঁর। শুরু করেন নিজের ব্যবসা। মাথায় আসে হ্যান্ডমেড জুয়েলারি তৈরির কথা।

More Stories.

শীতের সপ্তাহান্তে ঘোরার প্ল্যান? কলকাতার কাছেই ৫ অফবিট জায়গা হোক আপনার ডেস্টিনেশন, জানুন খুঁটিনাটি

শীতে লিজ নিয়ে বসন্তে দ্বিগুণ রোজগার! ফুল-ফল বিক্রিতে মালামাল, আপনিও শুরু করতে পারেন এই ব্যবসা

শীত আসতেই পা ফাটা শুরু হয়েছে তো? ঘরোয়া ‘এই’ এক জিনিসেই পা হবে মসৃণ, এক পয়সাও খরচ হবে না

ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল থেকে প্রাথমিক আইডিয়া। ৭০০ টাকা দিয়ে কাঁচামাল কিনে ব্যবসার শুরু। 

প্রথমে গয়না বানিয়ে স্থানীয় দোকানে দিতেন। এরপর সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। কিছুদিনের মধ্যেই অনেক অর্ডার আসতে শুরু করে।

ক্রেতারা ধীরে ধীরে তাঁর তৈরি জুয়েলারির প্রতি আকৃষ্ট হন। মেয়েদের প্রথম পছন্দের তালিকায় উঠে আসে এই গৃহবধুর হাতের তৈরি জুয়েলারি। 

এখন তাঁর তৈরি সমস্ত জুয়েলারি বিক্রি হচ্ছে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম এবং দোকানগুলোতে।

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর কাছে অর্ডার আসছে। যেখানে তিনি ৭০০ টাকা দিয়ে শুরু করেছিলেন, আজ মাসে ১০-১৫ হাজার রোজগার করছেন।

পড়তে ক্লিক করুন