PNB গ্রাহকদের জন্য বড় সুখবর ! 

Editor: Dolon Chattopadhyay

02.07.25

এবার পিনএবি তার গ্রাহকদের ফের একটি বড় স্বস্তি দিয়েছে। 

প্রকৃতপক্ষে, ব্যাঙ্কটি সমস্ত সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালেন্স (এমএবি) বজায় না রাখার জন্য জরিমানা ফি মকুব করছে।

PNB জানিয়েছে, এই উদ্যোগটি বিশেষ করে মহিলা, কৃষক এবং নিম্ন আয়ের পরিবারগুলিকে সমর্থন করার জন্য নিয়ে আসা হয়েছে।

এই চার্জ মকুব গ্রাহকদের উপর আর্থিক চাপ কমাবে ৷

More Stories.

LIC-র এই প্ল্যান হার মানাচ্ছে এফডি-আরডিকে, সারা জীবন টাকার বৃষ্টি, দুশ্চিন্তারও অবসান হবে !

বিক্রির পথে দেশের আরও একটি ব্যাঙ্ক? তাহলে গ্রাহকদের এবার কী হবে?

মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে পেয়ে যেতে পারেন ৪০ লাখ টাকা ! দেখে নিন কীভাবে…

পাশাপাশি ব্যাঙ্কিং ইকোসিস্টেমে আরও গ্রাহককে অংশগ্রহণে উৎসাহিত করবে।

সম্প্রতি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বিদ্যালয় যোজনার অধীনে শিক্ষা ঋণের সুদের হার ০.২ শতাংশ কমিয়েছে।

অবশ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আগেই কানাড়া ব্যাঙ্ক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালেন্সের রীতি তুলে দিয়েছে।

গত মাসেই কানাড়া ব্যাঙ্ক তার সমস্ত সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালেন্সের প্রয়োজনীয়তা নেই জানিয়ে দিয়েছে ৷

সন্দেহ নেই এই পদক্ষেপ দুই ব্যাঙ্কেরই গ্রাহকসংখ্যা বৃদ্ধি করবে।

পড়তে ক্লিক করুন