৩০ হাজার টাকা মাসে আয় ? কত টাকার SIP করা উচিত?

Editor: Dolon Chattopadhyay

03.07.25

কেউ যদি প্রতি মাসে ৩০,০০০ টাকা আয় করেন, অবশ্যই সেই বেতনের কিছু টাকা সেভিংস করা উচিত ৷

প্রত্যেক ব্যক্তিরই তাঁর আয়ের কিছু অংশ সঞ্চয় করা উচিত এবং একটি ভাল স্কিমে বিনিয়োগ করা উচিত। 

কম বেতন হলেও আয়ের  কিছু অংশ বিনিয়োগ করা উচিত।

আজকাল SIP বিনিয়োগের জন্য মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। 

More Stories.

LIC-র এই প্ল্যান হার মানাচ্ছে এফডি-আরডিকে, সারা জীবন টাকার বৃষ্টি, দুশ্চিন্তারও অবসান হবে !

বিক্রির পথে দেশের আরও একটি ব্যাঙ্ক? তাহলে গ্রাহকদের এবার কী হবে?

মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে পেয়ে যেতে পারেন ৪০ লাখ টাকা ! দেখে নিন কীভাবে…

দীর্ঘ সময় ধরে SIP-তে নিয়মিত বিনিয়োগ করে খুব ভাল রিটার্ন পাওয়া যেতে পারে।

এটি গড়ে ১২ শতাংশ রিটার্ন দেয়।

৩০ হাজার বেতন হলে ৫০ শতাংশ অথার্ৎ ১৫,০০০ টাকা প্রয়োজনীয় খরচের জন্য ব্যবহার করা উচিত।

৩০ শতাংশ অর্থাৎ ৯০০০ টাকা দৈনন্দিন খরচ বা শখের জন্য রাখা যেতে পারে।

বেতনের ২০ শতাংশ সঞ্চয় করে বিনিয়োগ করা উচিত, অর্থাৎ অবশ্যই ৬০০০ টাকা বিনিয়োগ করা উচিত।

৩০০০০ হাজার টাকা বেতন হলে ৬০০০ টাকা এসআইপি করতে পারেন ৷

পড়তে ক্লিক করুন