১০০০ টাকার SIP থেকে মিলবে ৫ লাখ টাকা ! 

Editor: DolonChattopadhyay 27.01.2026

SIP-কে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির সবচেয়ে সহজ ও নিয়মিত উপায় হিসেবে ধরা হয়। 

প্রতি মাসে মাত্র ১,০০০ টাকা বিনিয়োগ করে কি সত্যিই বড় তহবিল গড়ে তোলা সম্ভব?

রিটার্নের হার যত বেশি হবে, তত দ্রুত ফান্ড বাড়বে এবং লক্ষ্য পরিমাণে পৌঁছাতে সময়ও তত কম লাগবে।

১০% বার্ষিক রিটার্নে কত সময় লাগবে?

সেক্ষেত্রে মাসে ১,০০০ টাকা SIP করে ৫ লক্ষ টাকার ফান্ড গড়ে তুলতে প্রায় ১৬ বছর ৬ মাস সময় লাগবে।

এই সময়ে আপনার মোট বিনিয়োগ হবে প্রায় ১.৯৮ লক্ষ টাকা ৷

আর বাকি টাকাটা আসবে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে।

১২% বার্ষিক রিটার্নে কত সময় লাগবে?

তাহলে একই লক্ষ্য অর্থাৎ ৫ লক্ষ টাকা প্রায় ১৫ বছরে অর্জন করা সম্ভব।

১৫% বার্ষিক রিটার্নে কত সময় লাগবে?

তাহলে ৫ লক্ষ টাকার ফান্ড তৈরি হতে প্রায় ১৩ বছর ৩ মাস সময় লাগবে।

এই পুরো হিসেব থেকে একটি বিষয় স্পষ্ট—অঙ্ক ছোট হতে পারে, কিন্তু সময়টা বড় হওয়া দরকার।

অবসরকালীন Mutual Fund থেকেই হবে বড়সড় আয়, কীভাবে দেখে নিন এক নজরে

পড়তে ক্লিক করুন