SIP-র এই ১০x২১x১২ ফর্মুলা জানেন ?

Edited: Dolon Chattopadhyay 27.01.26

এই ফর্মুলা বুঝতে পারলে সাধারণ আয়ের মানুষও ধীরে ধীরে কোটি টাকার ফান্ড তৈরি করতে পারেন ৷

কী এই ১০×২১×১২ SIP ফর্মুলা?

এই ফর্মুলার তিনটি অংশ-

১০ → প্রতিদিন ১০০ টাকা বিনিয়োগ

২১ → টানা ২১ বছর বিনিয়োগ

১২ → গড়ে বছরে ১২% রিটার্ন

এই তিনটি একসঙ্গে কাজ করলে কম্পাউন্ডিংয়ের জোরে বিশাল অঙ্ক তৈরি হয়।

SIP-র সবচেয়ে বড় শক্তি হল কম্পাউন্ডিং।

প্রথম দিকে রিটার্ন ধীরে আসে, কিন্তু সময় যত বাড়ে ৷

সময়ই এখানে সবচেয়ে বড় অস্ত্র।

পড়তে ক্লিক করুন