শাস্ত্রমতে, স্বামীর অমঙ্গল রুখতে এই নিয়মে সিঁদুর পরুন

সিঁদুর পরারও বিশেষ কিছু নিয়ম রয়েছে। ভুল নিয়মে সিঁদুর পরলে স্বামীর অমঙ্গল হতে পারে

শাস্ত্রমতে, বিবাহিত মহিলারা যদি সিঁথির ঠিক মাঝ বরাবর সিঁদুর লাগান, তাহলে স্বামীর অকাল মৃত্যু হয় না।

অনেক মহিলারা মাথায় নাম মাত্র সিঁদুর লাগান। বিশ্বাস করা হয়, এমনটা করলে স্বামী স্ত্রীর সম্পর্কে ভাঙন ধরে

অনেক মহিলা সিঁদুর চুল দিয়ে ঢেকে রাখেন। বিশ্বাস করা হয়, এমন স্ত্রীর স্বামীরাও সমাজে হারিয়ে যান। কর্মক্ষেত্র থেকে পরিবার… কোথাও সম্মান পান না।

বলি স্টাররাও নিজেদের সিঁদুর পরা ছবি খুব আনন্দের সঙ্গে শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়

যে মহিলারা মাথার একসাইডে সিঁদুর পরেন। বিশ্বাস করা হয়, তাঁদের স্বামী তাঁদের থেকে দুরে চলে যান

অনেক মহিলারা সিঁদুরের পরিবর্তে অন্য লাল রঙের কস্মেটিক্স ব্যবহার করে থাকেন। মানা হয়, এতে স্বামীর অমঙ্গল হয়।

আসলে স্বামীর দীর্ঘজীবন কামনা করে সিঁদুর পরেন মহিলারা

তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে শান্তি পাওয়া যায় ৷ মধ্যমা আঙুল দিয়ে পরলে আয়ু বৃদ্ধি পায় ৷

এ সবই হিন্দু শাস্ত্র অনুযায়ি প্রচলিত কথা অনুযায়ি ৷ এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই ৷

Sourav On Sana’s Future: মেয়ে সানাকে নিয়ে এত বড় কথা বলে দিলেন বাবা সৌরভ, সকলে হবে বাকরুদ্ধ

পড়তে ক্লিক করুন