চুরি গেল পঞ্চায়েত অফিসের জিনিসপত্র এবং সরকারি নথিপত্র। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত অঞ্চলের। অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অঞ্চল অফিস খুলতে এলে দেখা যায় অফিসের দরজার তালা ভাঙ্গা। ঘটনার পরে পুলিশকে খবর দেয় নয়াবসত অঞ্চলের কর্মরত স্টাফেরা। ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে আধিকারিকরা।
Last Updated: Dec 17, 2021, 00:46 IST


