West Medinipur News: সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও পালিত হলো মকর সংক্রান্তি বা মকর উৎসব

Bangla Digital Desk | Hyperlocal | 08:55:36 PM IST Jan 14, 2022

#পশ্চিম মেদিনীপুর- শুক্রবার সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি উৎসব। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরের গান্ধী ঘাটে সকাল থেকেই মকর স্নান করতে কংসাবতী নদীতে ছিল মানুষের ভীড়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছিল স্পীডবোট। এদিন সকাল থেকেই মানুষেরা মকরের পূণ্য স্নান সেরে গান্ধী ঘাটে উপস্থিত গরীব দুঃস্থ মানুষদের সাধ্যমতো সাহায্য করেন।

লেটেস্ট ভিডিও