West Medinipur News- সংগঠনে স্বচ্ছতা আনতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলো তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC, মেদিনীপুরে ঋতব্রত বন্দোপাধ্যায়

Bangla Digital Desk | News18 Bangla | 09:33:32 PM IST Dec 20, 2021

#পশ্চিম মেদিনীপুর- এক শিল্পে একটা ইউনিয়ন। অর্থাৎ আইএনটিটিইউসি অনুমোদিত একাধিক ইউনিয়ন একটা ট্রেডের মধ্যে যাতে না থাকে, সেটা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। ট্রেড ইউনিয়নের নামকরণ ও অনৈতিক কাজ করা চলবে না। কারখানায় নানান ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়া চলবে না। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি স্বচ্ছতা বজায় রাখতে এবার হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল সংগঠন এর রাজ্য নেতৃত্ব। জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যেকোনো শ্রমিক নেতার বিরুদ্ধে যে কোন ধরনের অভিযোগ জানানো যাবে এই (6292262463) হোয়াটসঅ্যাপ নম্বরে। সোমবারের জেলা পরিষদ হলে আইএনটিটিইউসি রাজনৈতিক কর্মী সম্মেলনে সংগঠনের কর্মীদের এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানাতে, উপস্থিত হয়েছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

লেটেস্ট ভিডিও