শালবনিতে থেঁতলে খুন এক অন্ধ যুবককে।মৃত যুবকের নাম সনাতন হেমরম। ঘটনার তদন্তে শালবনি থানার পুলিশ।পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত শিরশি গ্রামের ঘটনা। সোমবার সকালে স্থানীয় পারাং নদীর পাড়ে ওই যুবকের থেঁতলানো মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। এরপর খবর দেয়া হয় স্থানীয় পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়
Last Updated: December 16, 2021, 23:50 IST