Murshidabad News: মুর্শিদাবাদের ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে অনেকেই কেউ যান উত্তরবঙ্গে আর কেউ রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। এই ১২ নম্বর জাতীয় সড়কের ওপরেই পলসন্ডাতে আছে এক বিখ্যাত ধাবা, যেখানে খাবার পাওয়া যায় তড়কা ও রুটি। শীতের রাতে তড়কা ও রুটি খেতে ভিড় জমান মালদা থেকে বীরভূম বিভিন্ন জেলার সাধারণ মানুষ। শুধু তড়কা মেলে বাটার দেওয়া, অথবা চিকেন দেওয়া। আর তা খেতেই ভিড় করেন ভোজন রসিকরা।



