বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি থাকবে শিলিগুড়ির নতুন মহাকাল মন্দিরে৷ এ দিন মাটিগাড়ায় মহাকাল মহাতীর্থের শিলান্যাস করে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, 'ভবিষ্যতে এই মহাকাল মন্দির আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে৷ বিশ্বের অন্যতম বড় শিব মন্দির হবে এটি৷ এই মন্দিরে দিনে ১ লক্ষ দর্শনার্থী আসতে পারবেন বলে জানান৷ মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি থাকবে এই মন্দির চত্বরে৷ মোট উচ্চতা হবে ২১৬ ফুট৷ ১০৮ ফুটের ভিত্তির উপরে ১০৮ ফুট উচ্চতার ব্রোঞ্জের আরও একটি গোল মূর্তি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
Last Updated: Jan 16, 2026, 20:26 IST


