বঙ্গ সফরে এসে মালদহ এবং সিঙ্গুরের সভা থেকে বিজেপি-র ভোটের স্লোগান তৈরি করে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই স্লোগান হল, পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার৷ এবার মোদির তৈরি সেই স্লোগানের জবাব দিলেন তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর পাল্টা দাবি, ’পরিবর্তন হবে, তবে বাংলার মানুষের নয়, বিজেপি নেতাদের৷ রবিবার নদিয়ার চাপড়ার সভা থেকে অভিষেক বলেন, ‘বাংলার মানুষ পাল্টায়নি। আপনি শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। পাল্টাবেন আপনারা, বাংলার মানুষ পাল্টাবে না। মাথা নিচু করবে না বাংলা দিল্লির জল্লাদের কাছে। দিল্লির বহিরাগতরা পাল্টাবেন। বাংলার মানুষ পাল্টাবেন না। পরিবর্তন বিজেপি নেতাদের হবে। এমন পরিবর্তন হবে যে ২০২৬-এর পর প্রধানমন্ত্রী বাংলায় এসে জয় বাংলা বলবেন। কথা দিচ্ছি।’
Last Updated: Jan 18, 2026, 23:30 IST


