West Bardhaman News- স্বাস্থ্যবিধি মেনে, মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের ভিড় দামোদরের বিভিন্ন ঘাটে।

Bangla Digital Desk | News18 Bangla | 03:52:37 PM IST Jan 14, 2022

#পশ্চিম বর্ধমান- স্বাস্থ্যবিধি মেনে মকর সংক্রান্তিতে পুণ্যস্নানে মেতে উঠলেন পুণ্যার্থীরা। পুরো জেলাজুড়ে মকর সংক্রান্তি উৎসব পালনে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে মানুষজনদের। দামোদরের বিভিন্ন ঘাটে ছিল মানুষের ভিড়। সকাল থেকেই মানুষ মেতে উঠেছিলেন মকর সংক্রান্তির পুণ্যস্নানে। পাশাপাশি এদিন জেলার বিভিন্ন মন্দিরে দেখা গিয়েছে পুজো দেওয়ার ভিড়। সংক্রমণের ভয়ে যথাসম্ভব জমায়েত এড়িয়ে, স্নান করতে দেখা গিয়েছে মানুষকে। যে কোনও রকম দুর্ঘটনা এড়াতে নজর ছিল পুলিশ, প্রশাসনেরও।

লেটেস্ট ভিডিও