Exclusive Sourav Ganguly: বায়োপিক থেকে Team India-য় করোনার হানা, খোলামেলা আড্ডায় মহারাজ

Bangla Editor | News18 Bangla | 11:59:07 PM IST Jul 15, 2021

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে তিনি এখন প্রচণ্ড ব্যস্ত। বিসিসিআই সভাপতি বলে কথা! তবে এত ব্যস্ততার মাঝেও সৌরভ গঙ্গোপাধ্যায় News 18 Bangla-র প্রতিনিধি ঈরণ রায় বর্মনকে সময় দিলেন। সৌরভের বায়োপিক হচ্ছে। সেই খবর দর্শকরা জানেন। নায়ক কে হবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা। সৌরভ চাইছেন, নাম ভূমিকায় যেন রণবীর কাপুর অভিনয় করেন। এদিকে, ভারতীয় দলে হানা দিয়েছে করোনা। ঋষভ পন্থ করোনা আক্রান্ত। সৌরভ অবশ্য দুবাই উড়ে যাওয়ার আগে বলে গেলেন, ভয়ের কিছুই নেই। একইসঙ্গে অলিম্পিকস নিয়েও কথা বললেন। জানালেন, অলিম্পিকে কোন খেলা তাঁর সব থেকে বেশি পছন্দের!

লেটেস্ট ভিডিও