Sourav Ganguly Biopic: সৌরভ বলেছেন, আমার মেয়ে সানা ইতিমধ্যেই একজনের নাম সাজেশন দিয়েছে। আসলে মেয়ে প্রথমে জানতে চেয়েছিল, তোমার বায়োপিকে আমার মায়ের ভূমিকায় কে অভিনয় করছে! সেটা কী আমার সঙ্গে পরামর্শ না করেই চূড়ান্ত করে ফেলেছ! সৌরভ তখন জানান, না এই ব্যাপারটা এখনও ঠিক হয়নি। তখনই বাবার কাছে মেয়ের আবদার, তোমার সিনেমায় মায়ের ভূমিকায় দেখতে চাই তৃপ্তি দিমরিকে। সম্প্রতি অ্যানিম্যাল সিনেমায় অভিনয় করেছেন তৃপ্তি। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
Last Updated: June 02, 2024, 23:28 IST