শুভমান গিলের নেতৃত্বে ভারতের ইতিহাস বিলেতে, বার্মিংহামে প্রথমবার টেস্ট ম্যাচে জয়লাভ ভারতের, অধিনায়ক শুভমান গিলের প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে রাজকীয় সেঞ্চুরি, বাংলার আকাশদীপের আগুনে স্পেলে কার্যত শিরদাঁড়া ভেঙে যায় ইংরেজদের ৷ এরফলেই ইতিহাস তৈরি করল ভারত, গড়ল নজিরও ৷
Last Updated: July 07, 2025, 08:36 IST