Sourav Ganguly As CAB President: কঠিন পিচে তো ভাল ব্যাটসম্যানই নামাতে হবে, আগের দিনে বৃষ্টি হলে ব্যাট করতে তো সেরা আর সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারকেই তো নামাতে হয়৷ সিএবিতে যা ঘটেছে ৫০ বছরের ইতিহাসে কোনওদিন ঘটেনি৷ পদে থাকা ক্রিকেট প্রশাসকের বিরুদ্ধে নেওয়া হয়েছে পদক্ষেপ৷ এই অবস্থায় বাংলা ক্রিকেটের মর্যাদা ফেরাতে দাদার চেয়ে যোগ্য কেউ নেই৷ এমনটাই সোজাসাপ্টা মত জগমোহন ডালমিয়ার ডান হাত বিশ্বরূপ দে-র৷ Sourav Ganguly : "সৌরভের মধ্যে Jagmohan Dalmiya র ছায়া রয়েছে।" CAB-র ভাবমূর্তি ফেরাতে মহারাজকে সমর্থন একদা প্রবল "বিরোধী" বিশ্বরূপের। কেন নিজের সিদ্ধান্ত বদল Biswarup র ? দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
Last Updated: August 30, 2025, 00:32 IST