সৌরভের বায়োপিকের প্রস্তুতিতে কলকাতায় শুরু হয়ে গেল জোর প্রস্তুতি। ছবির পরিচালক বিক্রম আদিত্য মতোয়ানি, দুই প্রযোজক অঙ্কুর গর্গ ও লাভরঞ্জন সহ গোটা প্রোডাকশন টিম কলকাতায় রেইকি করতে এসেছে। কলকাতায় সৌরভের ক্রিকেট জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ইডেন গার্ডেন্স, কলকাতা ময়দান ছাড়াও সৌরভ ছোটবেলায় যেখানে খেলা শিখেছিলেন সেই এরিয়ান ক্লাবের নীচে দুখীরাম ক্রিকেট অ্যাকাডেমি সহ বিভিন্ন জায়গা আজকে পরিদর্শন করেন পরিচালক সহ গোটা প্রোডাকশন টিম। সৌরভের সঙ্গেও কথা বলেন তাঁরা।
Last Updated: August 28, 2025, 14:05 IST