তারাশঙ্কের ‘ডাইনি’ আজও! কবে কাটবে অন্ধকার?

Bangla Editor | News18 Bangla | 07:56:16 PM IST Jan 28, 2019

চুনী কোটাল অপমান সহ্য করতে পারেননি। নিজেকে শেষ করে দিয়েছিলেন। কিন্তু, মল্লিকা হাল ছাড়তে নারাজ। ডাইনি অপবাদ দিয়ে স্বামী তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। মল্লিকার বুক ফেটে চোখে জল। কিন্তু, চোখের জল জানে, এ মেয়ে হারার পাত্রী নয়।

লেটেস্ট ভিডিও