Cyclone Yaas-এর শেষ কোথায়? কখন? কী বলছেন আবহাওয়া বিশারদরা, শুনুন

Bangla Editor | News18 Bangla | 09:59:46 PM IST May 26, 2021

দিনভর তাণ্ডব চালাল ইয়াস। সকাল নটা বেজে ১৫ মিনিট নাগাদ ওড়িশার ধামরায় ল্যান্ডফল হয়েছিল সাইক্লোন ইয়াসের। তার পর ধামরা ও সংলগ্ন এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে এই ভয়ঙ্কর সাইক্লোন। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, এই সাইক্লোনের গতিমুখ ঝাড়খণ্ড। বৃহস্পতিবার দিনভর ঝাড়খণ্ড ও বিহারের বিস্তীর্ণ এলাকায় ভারি বৃষ্টি হবে ইয়াসের প্রভাবে। আপাতত স্থলভাগ ধরেই এগোচ্ছে ইয়াস। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ভয়ানক সাইক্লোনের শক্তি ক্ষয় হবে। ইয়াসের প্রভাবে বুধবার সকাল থেকেই প্রবল উত্তাল হয়ে ওঠে সমুদ্র। দিঘায় প্রায় ৩০ ফিট জলোচ্ছ্বাস দেখা যায়। দিঘার বাসিন্দারা জানিয়েছিলেন, শেষ কবে তাঁরা এমন জলোচ্ছ্বাস দেখেছিলেন তা মনে করতে পারছেন না। সমুদ্র নগরীতে এক হাঁটু জল জমেছে। ভেসে গিয়েছে গাড়ি। বাংলার উপকূলবর্তী গ্রামগুলিও সমুদ্রের জলে ভেসেছে। এরই মধ্যে ভরা কোটাল ও চন্দ্রগ্রহণের জন্য জলোচ্ছ্বাস বেড়েছে।

লেটেস্ট ভিডিও