West Bengal Rain Alert: জুনের শেষ থেকেই আবহাওয়ার চরম পরিবর্তন দক্ষিণবঙ্গে। একইসঙ্গে তিন তিনটে সিস্টেম, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা, একযোগে। আর তারই জেরে রবিবারও ভারী বৃষ্টি দক্ষিণের একাধিক জেলায়। তবে পূর্বাভাস বলছে আবহাওয়ার ফের বদলের ইঙ্গিত জুলাইয়ের শুরুতে। কী হতে চলেছে?
Last Updated: Jun 30, 2024, 16:52 IST


