Mamata Banerjee: শালবনীতে মোট ১৬,০০০ কোটি টাকা লগ্নি করেছে সজ্জন জিন্দলের সংস্থা । এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, জেএসডব্লিউ এনার্জির এই প্রকল্পে বিশেষ উপকার পাবেন রাজ্যের মানুষ। তিনি জানান, রাজ্যে ক্রমেই বিদ্যুতের চাহিদা বাড়ছে । সেই কথা মাথায় রেখেই এই প্রকল্পের ভাবনা রাজ্যের। এই শিলান্যাসের ৪২ মাসের মধ্যেই বিদ্যুৎ তৈরির প্রথম ইউনিটটি চালু হবে। ৪৮ মাসের মধ্যে দ্বিতীয় ইউনিটটিও চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী জানান, বাংলার জন্য জিন্দল গোষ্ঠীর এই প্রকল্পটি ঐতিহাসিক। আগে রাজ্যে ১ কোটি ৭ লক্ষ মানুষ বিদ্যুতের উপভোক্তা ছিলেন, এখন ২ লক্ষ ৩০ লক্ষ উপভোক্তা। রাজ্যের এই বিপুল বিদ্যুতের চাহিদা মেটাতে দারুণ কাজ করবে এই প্রোজেক্ট। আশা মুখ্যমন্ত্রীর। জেএসডব্লু গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনবে রাজ্য সরকার। তিনি জানান, শালবনির তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলে, তার সুবিধা ভোগ করবে বাংলার ২৩টি জেলাই। মুখ্যমন্ত্রীর আশ্বাস, এই প্রজেক্টে ১৫ হাজার মানুষ কাজ পাবেন।