বুধবার আরও একটু নামতে পারে তাপমাত্রা। কলকাতায় ১৬ ডিগ্রির কাছাকাছি নেমে আসবে পারদ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতেও ১৩ ডিগ্রি বা তার কিছু নীচে নামতে পারে তাপমাত্রা। ফের শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা ফের কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি যেতে পারে। উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে। বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ রয়েছে, মালাক্কা প্রণালীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আরো একটি নিম্নচাপ তৈরি হয়েছে কোমোরিন ও শ্রীলংকা উপকূল এলাকায়। এই দুই নিম্নচাপের সরাসরি কোন প্রভাব নেই বাংলায়। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্কবার্তা এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন-নিকোবর এবং আন্দামান দ্বীপপুঞ্জে।
Last Updated: November 25, 2025, 19:18 IST