মিষ্টির দোকানে ভোট মেশিন আইভিএম হুলুস্থূল হাওড়ায়! আগামী ২০ মে ভোট, ভোটের প্রচার প্রায় শেষ লগ্নে। কয়েক মাস জুড়ে বিভিন্ন ভাবে প্রচার রাজনৈতিক দলগুলির, কয়েক মাস আগে দেওয়াল লিখন থেকে শুরু করে সোশ্যাল মাধ্যম, পথ নাটক, পথ সভা থেকে আরও নানা ভাবে প্রচার। যত ভোটের দিন এগিয়ে এসেছে প্রচার আরও জোরদার এবং প্রচারে অভিনবত্ব দেখা গেছে।
Last Updated: May 19, 2024, 21:06 IST