Viral Video: কাঁচা বাদাম গান গাওয়ায় এক যুবককে তাড়া করে মারল এক ব্যক্তি ! দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 09:26:06 PM IST Dec 18, 2021

বাদাম-কাকুর গান এখন সুপার ভাইরাল। মোবাইলে মোবাইলে ঘুরছে কাঁচা বাদাম গানটি। আর এই গান চালিয়া লিলুয়ার এক যুবক ও তাঁর বন্ধু নিজের পাড়া দিয়ে হেঁটে আসছিল। নিজেরাও গানটি গাইছিল। হঠাৎ সেখানে এক যুবক চলে আসে। এবং এই গান গাইতে বারণ করে। না শুনলে ওই যুবক রেগে গিয়ে ভাঙা কাঁচের বোতল নিয়ে তাড়া করে। পরে একটি দোকানে ঢুকে আঘাত করে কাঁচা বাদাম গাওয়া যুবককে। দেখুন ভিডিও।

লেটেস্ট ভিডিও