ট্রেনে 'ডেইলি প্যাসেঞ্জারি' করে চুরি! 'সেঞ্চুরি' পূর্ণ হতেই কুপোকাত স্যামুয়েল বিশ্বাস? 

Last Updated : দক্ষিণবঙ্গ
Local Train : লোকাল ট্রেনে রোজকার অফিস যাত্রীদের ভিড়েই লুকিয়ে ছিল এক চতুর চোর। নাম স্যামুয়েল বিশ্বাস। প্রায় প্রতিদিনই সে ট্রেনে উঠত, হাতে ব্যাগ, চোখে নিরীহ ভাব, যেন সাধারণ এক অফিসগামী। কিন্তু ওর আসল কাজ ছিল পকেট কাটা ও জিনিস চুরি। এক-আধটা নয়, একেবারে শতাধিক চুরির ঘটনার সঙ্গে যুক্ত সে। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে এই কুখ্যাত ট্রেনচোর। রোজকার মতো ট্রেনে ভিড় ঠেলে উঠে যেত স্যামুয়েল। ভিড়ের মধ্যে কারও মোবাইল, কারও মানিব্যাগ, কারও গয়না—যা পারত, চুপিসারে হাতসাফাই করে নিত। পুলিশ সূত্রে জানা গেছে, সে প্রায় ১০ বছর ধরে এই চক্র চালাচ্ছিল।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
ট্রেনে 'ডেইলি প্যাসেঞ্জারি' করে চুরি! 'সেঞ্চুরি' পূর্ণ হতেই কুপোকাত স্যামুয়েল বিশ্বাস? 
advertisement
advertisement